‘শিক্ষা অর্জন করে প্রথমে মানুষের মতো মানুষ হতে হবে’

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৪:২৫ পিএম

খাগড়াছড়ির দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থী ২০২৫ বিদায় অনুষ্ঠানে প্রধান শিক্ষক অনুপ চন্দ্র দাস সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ।

সহকারী শিক্ষক সুমন কুমার পরামানিকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. এখতার আলী, দীঘিনালা থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া, বিশিষ্ট সাংবাদিক মো. সোহেল রানা, দীঘিনালা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মো. মাইন উদ্দিন।

শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুক হোসেন, মো. জিয়াউল হক, মো. আশাদুল আলম।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা অর্জন করে প্রথমে মানুষের মতো মানুষ হতে হবে, তারপর কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, আইনজীবী, পুলিশ ইত্যাদি পেশায় নিয়োজিত হয়ে মানুষের সেবা করতে হবে।

এছাড়া উপস্থিত ছিলেন হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া, অনার্থ আশ্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল হক, কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামাল জীবন, সিনিয়র সাংবাদিক মো. আল আমিন, সাংবাদিক মো. আক্তার হোসেন। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন মো. তাহমিনা আক্তার, আদিত্য দে।

আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

ইএইচ