বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, "আমাদের লক্ষ্য অন্তর্বর্তীকালীন সরকার বা কারো বিরুদ্ধে আন্দোলন করা নয়, বরং জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আমরা চাই বিএনপি সাংগঠনিকভাবে একটি শক্তিশালী সংগঠনে পরিণত হোক। বিএনপি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে।"
তিনি বলেন, "গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখ ৬০ হাজার প্রহসনমূলক মামলা দায়ের করা হয়েছে এবং ৬২ লাখ নেতাকর্মীকে কোনো না কোনোভাবে আসামি করা হয়েছে। তবুও বিএনপি যে লক্ষ্য নিয়ে সংগ্রাম করেছে, তা আংশিকভাবে সফল হয়েছে। আমরা একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছি। তবে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।"
শনিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, "অধিকার পুনরুদ্ধার করতে হলে প্রথম কাজ হচ্ছে দেশে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠা করা। ইতিহাসে মানুষ যত সামাজিক ব্যবস্থা তৈরি করেছে, তার মধ্যে জনগণের দ্বারা নির্বাচিত সরকারই সবচেয়ে গুরুত্বপূর্ণ।"
সরকারের সংস্কার উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, "এই সরকার সংস্কার সংস্কার বলে শুধু কথার ফুলঝুরি ছড়াচ্ছে। আমরাও সংস্কারে বিশ্বাস করি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘ভিশন ২০৩০’ নামে একটি সংস্কার প্রস্তাব দিয়েছিলেন। এরপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৭ দফার সংস্কার প্রস্তাব তুলে ধরেন এবং পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ৩১ দফার একটি চূড়ান্ত সংস্কার প্রস্তাব দেওয়া হয়। আমরা সংস্কার চাই, তবে একইসঙ্গে জনগণের সরকারও চাই।"
তিনি আরও বলেন, "সংস্কারের নামে আমাদের যেন গণতান্ত্রিক অধিকার ও জনগণের সরকার থেকে বঞ্চিত করা না হয়। এজন্য একটি সুসংগঠিত দল গড়ে তোলা প্রয়োজন। বিএনপি একটি উদার রাজনৈতিক দল, যা এ দেশের মানুষের সাংবিধানিক অধিকার, মানবাধিকার ও ভোটাধিকার রক্ষায় সংগ্রাম করে যাচ্ছে। জনগণের সমর্থন হারিয়ে যারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদের বিরুদ্ধে বিএনপি সবসময় সংগ্রাম করে আসছে।"
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রওনাকুল ইসলাম টিপু, হাসান মামুন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইএইচ