গাজীপুরে অসকসের আলোচনা সভা অনুষ্ঠিত

কোনাবাড়ি (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৪:০৬ পিএম

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বাংলাদেশের সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে গাজীপুর জেলা আইনজীবী সমিতির হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বাংলাদেশ গাজীপুর জেলার সভাপতি লে. কর্পোরাল শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও ক্যান্সার ও মেডিসিন বিশেষজ্ঞ, ডাক্তার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক আজিজুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি, অবসরপ্রাপ্ত সার্জেন্ট হুমায়ুন কবির।

ইএইচ