পূবাইলে শিক্ষাপ্রতিষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৫:১৯ পিএম

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের কুদাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা নাঈমা খানম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সেলিম খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম খান।

তিনি বলেন, একটি দেশ এবং জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা। এ কারণে বলা হয়, "শিক্ষাই জাতির মেরুদণ্ড"। অর্থাৎ একজন মানুষ যেমন মেরুদণ্ড সোজা করে স্থির দাঁড়াতে পারেন, ঠিক তেমনি একটি জাতির ভিত্তিমূল, উন্নয়ন, অগ্রগতি এবং সামনের দিকে এগিয়ে যাওয়া নির্ভর করে তার শিক্ষার ওপর। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত, সভ্য এবং অগ্রসর। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের ভালোভাবে লেখাপড়া করতে হবে, যাতে এক সময় তোমরা ভালো অবস্থানে থাকতে পারো এবং দেশ ও জনগণের সেবা করতে পারো।

এ সময় উপস্থিত ছিলেন, পূবাইল থানা বিএনপির সদস্য রাশেদুল আলম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা সফিউদ্দিন খান, সাবেক পূবাইল থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও সাধারণ সম্পাদক কায়সার আহমেদ নয়ন, পূবাইল থানা যুবদলের সাবেক সহ-সভাপতি সহিদুল ইসলাম খান, এবং যুবদল নেতা সাহেদ ভুইয়া প্রমুখ।

ইএইচ