বাগেরহাটে জার্নালিজম ফর সুন্দরবনের কমিটি গঠন

বাগেরহাট প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৭:০৩ পিএম

সুন্দরবন দূষণের সাথে সম্পর্কিত পরিণতি সম্পর্কে সুন্দরবন সংলগ্ন এলাকার জনগণকে সচেতন, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ প্রতিরোধে জনসচেতনতা তৈরি এবং জন অংশগ্রহণ নিশ্চিত করতে বাগেরহাটে ‍‍`জার্নালিজম ফর সুন্দরবন‍‍` এর কমিটি গঠন করা হয়েছে।

শনিবার দুপুরে বাগেরহাট শহরে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের আয়োজনে অনুষ্ঠিত একটি সেমিনারে এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানকে আহ্বায়ক এবং যমুনা টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি মো. ইয়ামিন আলীকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

যুগ্ম আহ্বায়ক করা হয়েছে পরিবেশ কর্মী মো. নূর আলম শেখ, মো. সবুর রানা ও মশিউর রহমান মাসুমকে।

এছাড়া সিনিয়র সাংবাদিক মো. শাহ আলম টুকু, মো. দেলোয়ার হোসেন, শেখ আহসানুল করিম, বাবুল সরদার, শওকাত আলী বাবু ও মোয়াজ্জেম হোসেন মজনুকে উপদেষ্টা করে ৩২ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।

সেমিনারে রুপান্তরের প্রোগ্রাম ডিরেক্টর শাহাদ হোসেন বাচ্চু, কোঅর্ডিনেটর সুভাষিশ ভট্টাচার্য, জেলা কোঅর্ডিনেটর খোন্দকার জিলানী হোসেন, প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

পরবর্তীতে সুন্দরবন সংলগ্ন ৫টি জেলা—বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর ও বরগুনায় এই কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

ইএইচ