কালিয়াকৈরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৮:৩৬ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সচেতন করার উদ্দেশ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ফুলবাড়িয়া আক্কেল আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় জনগণও অংশগ্রহণ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন আহমেদ। সমাবেশটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায়, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ৩১ দফা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে ও দেশকে সুশাসনের আওতায় আনতে বিএনপির এই দফাগুলো বাস্তবায়ন জরুরি। এ জন্য তৃণমূলের কর্মীদের আরও সক্রিয় হতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপির কৃষক দলের সহ-সভাপতি আ. ন. ম. খলিলুর রহমান ইব্রাহিম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মজিবুর রহমান মাস্টার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান খোকন, শাহিনুজ্জামান শাহিন,উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট (অব.) সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম মাহবুব হোসাইন,উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলহাজ হান্নান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামসুজ্জামান শিপলু বকসী,উপজেলা ওলামা পরিষদের আহ্বায়ক শাহাব উদ্দিন উপজেলা মহিলা দলের সহ-সভাপতি ফাহিমা খাতুন,

ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির নেতা শফিকুল ইসলাম মেম্বার নেতাকর্মীদের অংশগ্রহণ ও সমাবেশে ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে বিএনপি সব সময় মাঠে ছিল, আছে,  ভবিষ্যতেও থাকবে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় এই আন্দোলনকে ত্বরান্বিত করতে হবে।

সমাবেশ শেষে দলের নেতাকর্মীরা ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে শপথ নেন।

আরএস