সিলেট সীমান্তে কোটি টাকার পণ্য জব্দ

শাহজাহান সেলিম বুলবুল, সিলেট ব্যুরো প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০১:৪৮ পিএম
সিলেট সীমান্তে কোটি টাকার পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি টাকারও বেশি মূল্যের চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় পান্থুমাই, সোনারহাট, প্রতাপপুর, লবিয়া, শ্রীপুর, বিছনাকান্দি, নোয়াকোট, তামাবিল বিওপি কর্তৃক অভিযান চালানো হয়।

এ সময় বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, চিনি, কিসমিস, চকলেট, পন্ডস ফেসওয়াস, আইবল ক্যান্ডি এবং বিড়ি আটক করা হয়।

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২১ লাখ ৭৯ হাজার ১৫০ টাকা।

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

AddThis Website Tools