ঢাকা ব্যাংক কৃষকদের কল্যাণে সবসময় তাদের পাশে ছিল, আছে এবং আগামীতেও থাকবে বলে জানিয়েছেন ঢাকা ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।
বলেন, "আমরা বরাবরই কৃষকদের পাশে আছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের ফসল চাষাবাদের জন্য আধুনিক যন্ত্রপাতি বিনামূল্যে দিচ্ছি। আপনারা এর সঠিক ব্যবহার করবেন। আমি আশা করি, কৃষকরা যদি এই যন্ত্রপাতি ব্যবহার করে চাষাবাদ করে, তাহলে কম খরচে, কম সময়ে, অধিক ফসল উৎপাদন করতে পারবে। এতে খাদ্য ঘাটতি অনেকাংশে কমে যাবে।"
শনিবার দুপুরে ঢাকা ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বেলকুচি পৌরসভার ক্ষিদ্রমাটিয়া ঈদগাঁ মাঠে ৩০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল হাই সরকার আরও বলেন, "অনেকেই হুমকি দেয় যে পেঁয়াজ, মরিচ, আলু দেবে না। আমরা এসব হুমকিকে গুরুত্ব দেই না, কারণ আমরা টাকা দিয়ে এসব পণ্য কিনে থাকি। যারা দিতে চায় না, তাদের কাছ থেকে না কিনে অন্যদের কাছ থেকে কিনব। যারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহে বাধা দেয়, তাদের আমরা পরোয়া করি না। আমাদের মাটি উর্বর, আমরা নিজেরাই ফসল উৎপাদন করতে পারি।"
তিনি আরও বলেন, "এই এলাকা একসময় তাঁত শিল্পে সমৃদ্ধ ছিল, কিন্তু ব্যবসায় ক্ষতির কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ে। আমি এই এলাকার মানুষ হিসেবে এখানকার উন্নয়নের জন্য `পূর্বাণী ফ্যাশন লিমিটেড` নামে একটি গার্মেন্টস শিল্প কারখানা স্থাপন করেছি, যেখানে ৯০% কর্মচারী ও কর্মকর্তা এই এলাকার মানুষ। এছাড়াও, একটি শিশু হাসপাতাল করেছি এবং একটি ডায়াবেটিস হাসপাতাল নির্মাণের কাজ চলছে। ভবিষ্যতে আরও প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা রয়েছে।"
ঢাকা ব্যাংক লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট রায়হান কাওছারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া, সহকারী কমিশনার (ভূমি) প্রতীক মণ্ডল, থানা অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন, বিএনপির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, পূর্বাণী গ্রুপ ও ঢাকা ব্যাংকের বিভিন্ন পদস্থ কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তাক আহম্মেদ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (কৃষি) কাতেবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ৩০টি পাওয়ার টিলার, ৩০টি ডিজেল চালিত ইঞ্জিন, ২টি ট্রাক্টর এবং ২টি হারভেস্টার মেশিন কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
ইএইচ