২২ দিন পর বুড়িমারী স্থলবন্দর দিয়ে বোল্ডার পাথর আমদানি শুরু

মো. রমজান আলী, পাটগ্রাম (লালমনিরহাট) প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৭:৪১ পিএম

২২দিন বন্ধ থাকার পর লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে বোল্ডার পাথর আমদানি শুরু করেছে ব্যবসায়ীরা। 

এর আগে বোল্ডার পাথরের আমদানি মূল্য কমানোর দাবিতে গত ১ ফেব্রুয়ারি থেকে ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধ রেখেছে বুড়িমারী স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন। 
ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথরের আমদানি মূল্য ডলার বেশি হওয়ায় বুড়িমারী স্থলবন্দরের আমদানীকারকরা ব্যাপক ক্ষতির মুখে পরেছে বলে জানান ব্যবসায়ীরা। পাথরের ডলার মূল্য কমাতে ভারত -ভুটানের রপ্তানিকারকদের সাথে চিঠি চালাচলির করে বুড়িমারী স্থলবন্দরের আমদানি -রপ্তানিকারক অ্যাসোসিয়েশন। এ বিষয়ে গত ২০ ফেব্রুয়ারি সীমান্তের শূন্য রেখায় ভারতের চ্যাংড়াবান্ধা ও বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীদের মধ্যে আলোচনা হয়।

রোববার(২৩ফেব্রুয়ারি)দুপুরে বুড়িমারী স্থল বন্দরের ব্যবসায়ীরা ওপারের ব্যবসায়ীদের সাথে আলোচনা করে বোল্ডার পাথর আমদানি শুরু করে।

বুড়িমারী স্থলবন্দর সিএ্যান্ডএফ এজেন্ট  অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ জানান, দুই দেশের ব্যবসায়ী যারা রয়েছি তারা সবাই সম্মিলিতক্রমে আমরা হিসাব করে দেখে একটা দাম নির্ধারণ করে করেছি। বায়ার এবং সেলার যারা আছে তাদের মধ্যে দাম নির্ধারণ হবে।আমরা মনে করি যে আন্দোলনটা বাংলাদেশের ব্যবসায়ীরা করেছি সেটা শতভাগ সফল হয়েছি। 

বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, আমরা বর্ডারে গিয়ে অআনুষ্ঠানিকভাবে ভারতের আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টগনকে জানিয়ে এসেছি তারা পাথর নিজ নিজ আমদানিকারকের সাথে কথা বলে চালু করে দিবে।তাদের  গাড়ির কোনো সমস্যা হবে না। আমি মনে করি আমাদের যে আন্দোলন ছিল পাথরের দাম কমানোর সেটা প্রায় শতভাগ সফল হয়েছে। এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর আমদানি - রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি বলেন, ভারত ও ভুটানের ব্যবসায়ীদের সাথে কথা হয়েছে।আমরা একটা বাজার মনিটরিং কমিটি  করেছি, তারা বাজারটা মনিটরিং করবে। আজকে দুপুরের পর থেকেই বোল্ডার পাথর আমদানি শুরু হবে। 

আরএস