কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারান্দি ইউনিয়নের শালংকা গ্রামের রুবেল মিয়া (২৫) ও আরেকজনের পরিচয় শনাক্ত হয়নি।
রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মাইজহাটি বাবর আলী মার্কেটের সামনে তেলবাহী লরির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রুবেল নিহত হন।
অপরদিকে বিকাল ৫ টার দিকে মাইজহাটি মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে অজ্ঞাত এক ব্যক্তি (৬০) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
কটিয়াদী হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিআরইউ