ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৪:৩৪ পিএম

সারাদেশে ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার সকাল ১১টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলটি শহরের কয়েকটি সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

এ সময় বক্তব্য দেন, রাইয়ান বিন কামাল, ইয়াসিন ফেরদৌস ইফতি, মাইশা মেহজাবীনসহ আরও শিক্ষার্থীরা।

বক্তারা ৪৭ ঘণ্টার মধ্যে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবি জানান। একই সঙ্গে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

ইএইচ