৮ দফা দাবি আদায়ে ফরিদগঞ্জে কৃষক প্রতিনিধি সভা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৪:৫২ পিএম

চাঁদপুর সেচ প্রকল্পের (সি.আই.পি) অভ্যন্তরে বোরো মৌসুমে সেচ সংকট ও আমন মৌসুমে জলাবদ্ধতার কারণ, প্রতিকারকরণীয়সহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার দিনব্যাপী ফরিদগঞ্জের ওনুআ পাঠাগারের মিলনায়তনে কৃষক প্রতিনিধি সভা করেছেন সংগ্রাম কমিটি।

সভায় লিখিতভাবে উপস্থাপিত দাবিগুলো হলো, গত আমন মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত চাঁদপুর-লক্ষ্মীপুর এলাকার কৃষক, বর্গা, ইজারাচাষী কৃষকসহ সকল দরিদ্র কৃষকদের জন্য আগামী বৈশাখ পর্যন্ত রেশনিং ব্যবস্থা চালু, কৃষকদের সার, বীজ, কীটনাশকসহ নগদ আর্থিক সহায়তা, সকল কৃষি ও এনজিও ঋণ মওকুফ ঘোষণাসহ সার্টিফিকেট মামলা প্রত্যাহার করতে হবে।

কৃষকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, চলমান বোরোফিট খালসহ সকল খাল খনন অব্যাহত রাখার পাশাপাশি আগামী মৌসুমে ডাকাতিয়া নদী খনন শুরু করতে হবে।

একই সাথে ডাকাতিয়া নদীর ফরিদগঞ্জ উপজেলাধীন কেরোয়া, মিরপুর, চরবসন্ত, চররামপুর, গোবিন্দপুর, রামপুর, পিরোজপুর হয়ে সন্তোষপুর, কাটাখালি, পোঁয়ারচর, কালিরবাজার হয়ে সন্তোষপুর গ্রাম পর্যন্ত এবং বোরো ফিট খালে সকল অবৈধ ইজারা বাতিল ও বাঁধ/বাঁধাসহ অবৈধ দখল উচ্ছেদ করতে হবে।

এদিকে গত ১১ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের সাথে কৃষকদের মতবিনিময় সভায় সিদ্ধান্তসমূহ মূল্যায়ন ও ১৫ দিনের মধ্যে বাস্তবায়ন আহ্বান করা হয়।

ডাকাতিয়া নদী ও খাল খনন সংগ্রাম কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলালের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রহিমা আক্তার কলির পরিচালনায় প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. মমতাজ উদ্দিন সরকার, আব্দুল ওয়াদুদ, তাবারক উল্যাহ, আলী আহাম্মদ শেখ, তাজুল ইসলাম গাজী। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুর রশিদ পাটওয়ারী, মো. দেলোয়ার হোসেন, নেছার আহম্মেদ, শাহআলম পাটওয়ারী, মোজাম্মেল পাটওয়ারী, জলিল আহমেদ তালুকদার প্রমুখ।

এছাড়াও ডাকাতিয়া নদী ও খাল খনন সংগ্রাম কমিটির নতুন কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী মার্চ-এপ্রিল দুই মাস উপজেলা ও সকল ইউনিয়নব্যাপী সংগ্রাম কমিটি গঠন ও কৃষকদের সচেতনতা সভা করা হবে।

ইএইচ