কালীগঞ্জে সরকারি প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠিত

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৫:৫০ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও নবযোগদানকারীদের বরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় কালীগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পরিবারের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক এমপি সালেহ উদ্দিন আহমেদ হেলাল।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবিদা খাতুনের সভাপতিত্বে সহকারী শিক্ষক রফিকুল ইসলাম ও নুহাস আফরিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা, লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লিটন দাস।

এ সময় উপস্থিত বিদায়ী শিক্ষকদের মধ্যে মুস্তাফিজুর রহমান, নবীন শিক্ষকদের মধ্যে তৌফিক আহসানসহ শিক্ষক আজিজুল ইসলাম, ইলিয়াস হোসেন ছানু, জাহাঙ্গীর হোসেন, লিটন রহমান বক্তব্য দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সহস্রাধিক শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন। ২০১৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত যারা যোগদান করেছেন ও যেসব শিক্ষক অবসরে গেছেন, তাদেরকে বরণ ও বিদায় সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে নবীন ২৮০জন শিক্ষকদের ফুল দিয়ে স্বাগত জানান অতিথিরা। পরে ৬১ জন বিদায়ী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্রেস্ট ও সনদপত্র তাদের হাতে তুলে দেন অতিথিরা।

এর আগে উপজেলা পরিষদ হল রুমের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হল রুমে মিলিত হয়।

ইএইচ