ধর্মীয় অনুভূতিতে আঘাত: কুড়িগ্রামে নাহিদ হাসানের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৮:২০ পিএম

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে কলামিস্ট, সংগঠক ও শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডের ট্রাস্টি নাহিদ হাসান নলেজের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

রোববার কুড়িগ্রামের চিলমারী থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশাহেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

নাহিদ হাসান নলেজ চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা মিস্ত্রীপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি একাধারে শিক্ষক, সংগঠক, কলাম লেখক এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টি সদস্য।

মামলার বাদী গোলাম মোস্তফা, চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ছোটকুষ্টারি গ্রামের বাসিন্দা। মামলায় নাহিদ হাসানের বিরুদ্ধে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’, জনরোষ সৃষ্টি এবং সাইবার নিরাপত্তা আইনে অভিযোগ আনা হয়েছে।

এর আগে, শনিবার সন্ধ্যায় নাহিদ হাসানকে ‘রাসূল (সা.)-কে অবমাননাকারী’ আখ্যা দিয়ে তার গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল করে ‘তৌহিদী মুসলিম জনতা’। বিক্ষোভকারীদের দাবি, নাহিদ হাসান ফেসবুকে পোস্টের মাধ্যমে ‘অবমাননা’ করেছেন। একই দাবিতে রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুড়িগ্রামে আরও একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

চিলমারী থানার ওসি মুশাহেদ খান বলেন, "মামলা নথিভুক্ত হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"

রোববার সন্ধ্যার পর থেকে নাহিদ হাসানের চিলমারীর পৈতৃক নিবাস ও কুড়িগ্রাম শহরের ভাড়া বাসার এলাকায় পুলিশ ও যৌথ বাহিনীর টহল দিতে দেখা গেছে।

ইএইচ