নাটোরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

মো. মনজুর ই মওলা সাব্বির, নাটোর প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৪:১৩ পিএম

নাটোরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। 

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন।

স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ মীম প্রমুখ।

সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বর্তমান জনগণের জন্যে সেবা প্রদান কার্যক্রম আরো গতিশীল হবে এবং সেবা প্রদানের পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে, সেবার পরিধিতে গতি সঞ্চার হবে, স্থানীয় সরকার ব্যবস্থায় দলগত প্রচেষ্টা আরো জোরদার হবে। সর্বোপরি সেবা প্রদানের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর সাথে জনগণের মেলবন্ধন সুদৃঢ় হবে।

বিআরইউ