জামালপুরে মার্কেটিং অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন

জামালপুর প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৪:৫৩ পিএম

মার্কেটিং অ্যাসোসিয়েশন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার জামালপুর জেলা শাখার উদ্যােগে বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে বিজয় চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার বের হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্কে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মার্কেটিং অ্যাসোসিয়েশন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার জামালপুর জেলা শাখার আহ্বায়ক রেজাউল করিম মানিক।

যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবিরের সঞ্চালনায় জামালপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান বিপ্লব, ডেবের সভাপতি ডাক্তার আহম্মদ আলী আকন্দ, এভার গ্রীন লাইফ জেনারেল হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক হারুন অর রশিদ, সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান বাপ্পি, বুলবুল হাসপাতালের চেয়ারম্যান ও শাহ জামাল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক
আশরাফুল ইসলাম বুলবুল, বড় পীর আ: কাদের জিলানী (রহ:) হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবিএম মাকসুদুর রহমান সোহেল, সাউথ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক এমরান হোসেন রতন, ডক্টর হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলাল উদ্দিন, আল রেজা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম রেজা, আইডিয়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান প্রমুখ।

মার্কেটিং অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য বক্তারা বলেন, মার্কেটিং এর বিষয়ে কিছু হলেও আপনার ধারণা থাকতে হবে। তা হলে আপনি মার্কেটিং এর উপর আপনি সাধারণ মানুষকে ধারণা দিতে পারবেন। তাই মার্কেটিং অ্যাসোসিয়েশনের মধ্যে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। মার্কেটিং বিষয় যদি দুর্বল হয়ে পরে, তা হলে হাসপাতালে রোগীর সংখ্যা কমে যাবে। রোগী কমে গেলে হাসপাতাল চালানো কঠিন হয়ে যাবে। 
তিনি আরও বলেন, হাসপাতালের কর্তৃপক্ষের সাথে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানান।

পরে মার্কেটিং অ্যাসোসিয়েশন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সকল নেতৃবৃন্দদের মধ্যে এক মিলনমেলায় পরিণত হয়।
বিপুল মিয়া

বিআরইউ