কালিয়াকৈরে সাইজুদ্দিন আহম্মেদের নেতৃত্বে বিএনপির বিশাল র‍্যালি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৫:২৪ পিএম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের গাজীপুর আগমন উপলক্ষ্যে অর্ধ লক্ষাধিক লোক নিয়ে গাজীপুর জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদের নেতৃত্বে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এ র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি কালিয়াকৈর পৌরসভার আনসার একাডেমি এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী মাঠে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর পৌরসভার সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুলসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে স্লোগানে  মুখরিত পরিবেশ তৈরি করেন।

বিআরইউ