কুড়িগ্রামে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসন এর আয়োজনে সকাল ১০ টায় জেলা প্রশাসক চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী ফিরুজুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্যসচিব সাংবাদিক আশরাফুল হক রুবেল, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান,জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক মুকুল মিয়া সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।
আরএস