কুড়িগ্রামে বাল্যবিবাহ নিরসনে উপজেলা পর্যায়ে কর্মশালা

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৯:০৯ পিএম

কুড়িগ্রামে বাল্যবিবাহ নিরসনে মালালা ফান্ডের সহায়তায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও পিপলস ওরিয়েন্ট প্রোগাম ইমপ্লিমেন্টেশন (পপি) আয়োজনে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন।

জয়েন্ট অ্যাকশন গ্রান্ট প্রজেক্ট এর কনসিয়াটিয়াম কো-অর্ডিনেটর রকিবুল ইসলামের সঞ্চলানয়ে এসময় বক্তব্য দেন,সদর উপজেলা সমাজসেবা অফিসার হাবিবুর রহমান,কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ,সিনিয়র সাংবাদিক শফি খান,কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সদর থানার সাব-ইন্সপেক্টর আজমল হেসেন প্রমুখ। 

আরএস