চলমান অপারেশন ডেভিল হান্টে পটুয়াখালীর মির্জাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সুবিদখালী সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি ও মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম রুবানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম সুবিদখালী গ্রামে রুবানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রুবান উপজেলার ৪ নং দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামের হারুন অর রশিদের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যার দিকে পশ্চিম সুবিদখালী গ্রামে রুবানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে মজিদবাড়িয়া ইউনিয়নে সংগঠিত চাঁদাবাজি, ভাঙচুর ও মারামারি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, "মজিদবাড়িয়া ইউনিয়নে সংগঠিত চাঁদাবাজি, ভাঙচুর ও মারামারি ঘটনার দায়েরকৃত একটি মামলায় ছাত্রলীগের নেতা রুবানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মির্জাগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।"
ইএইচ