গাছ সুরক্ষায় নোয়াখালীতে পেরেক অপসারণ কর্মসূচি

ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৩:৫০ পিএম

দেশব্যাপী নেওয়া গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের যৌথ উদ্যোগে গাছ থেকে মাসব্যাপি পেরেক অপসারণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইসমাইল এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় সাথে ছিলেন নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপকূলীয় বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিল, নোয়াখালীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ব্র্যাক ব্যাংকের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

ইএইচ