কোটি টাকার সরকারি জমিতে দোকান নির্মাণ, বন্ধ করলেন এসিল্যান্ড

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৪:৫৬ পিএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে কোটি টাকা মূল্যের সরকারি জমিতে অবৈধভাবে পাকা দোকান ঘরের কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল।

বুধবার দুপুর ১২টার দিকে গোলাম রাব্বানী সোহেল সড়ক জমিনে গিয়ে কাজ বন্ধ করে দেন। ওই জমির মূল্য কোটি টাকার উপরে বলেই জানান স্থানীয়রা।

জানা যায়, ঘোষপুর ইউনিয়নের ঘোষপুর ১৩ নম্বর মৌজার ৫৭৯০, ৫৭৮৯, ৫০৮৮ দাগের ২৮ শতক সরকারী জমি (সাতৈর বাজারে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে) পরিমল বর্ণিক গংরা দখল করে পাকা দোকান ঘর নির্মাণ করছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল পুলিশ ফোর্স নিয়ে সড়ক জমিনে পৌঁছে কাজ বন্ধ করে দেন। এ সময় দোকান নির্মাণের পিলারের রড উঠিয়ে দেন। ভবিষ্যতে কাজ না করার জন্য নিষেধ করেন। নিষেধ অমান্য করে ওই সরকারি জায়গায় দোকান উঠানোর চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।

দখলকারী পরিমল বর্ণিক বলেন, সরকারি এই জমি নিয়ে আমি পাওয়ার জন্য আদালতে মামলা করেছি। দোকান ঘর নির্মাণ করতে ছিলাম, এসিল্যান্ড বন্ধ করে দিয়েছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল বলেন, ১ নম্বর খাস খতিয়ানের সরকারি জমিতে পরিমল বর্ণিক পাকা দোকান ঘর নির্মাণ করছিল। খবর পেয়ে সড়ক জমিনে গিয়ে কাজ বন্ধ করা হয়েছে এবং সরকারি জমিতে দোকান উঠাতে নিষেধ করা হয়েছে। নিষেধ অমান্য করে দোকান ঘর উঠাতে গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ