নেত্রকোণা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৫:২৯ পিএম

নেত্রকোণা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ‘নেত্রকোণা বিশ্ববিদ্যালয়: সর্বজনের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় টিটিসি অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিমের সভাপতিত্বে বাংলা বিভাগের প্রভাষক মাহফুজা মাহবুব ও ইংরেজি বিভাগের প্রভাষক ছহি শাফীর সঞ্চালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনিসা পারভীন, রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন অর রশিদ, জেলা প্রশাসক বনানী বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুশতাক আহমেদ, অধ্যাপক মতীন্দ্র সরকার, নেত্রকোণা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ননী গোপাল সরকার, নেত্রকোণা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু তাহের খান, নেত্রকোণা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিধান চন্দ্র মিত্র, গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, নেত্রকোণা জেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা সাদিক আহমেদ হারিছ, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক হাফসা আক্তার, সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম, প্রক্টর সিরাজুল ইসলাম, শিক্ষার্থী হাফসা আক্তার, শিক্ষার্থী ওয়াহিদ হাসান নাবিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মুতাসিম বিল্লাহ মাহফুজ, ফাহিম রহমান খান পাঠান, নেত্রকোণা জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুর রহমান সায়েম প্রমুখ।

এর আগে সকালে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইএইচ