বরিশালে স্যানিটেশন উন্নয়নে অংশীজনদের প্রশিক্ষণ

আরিফ হোসেন, বরিশাল ব্যুরো প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৩:৫২ পিএম

বরিশাল নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন প্রচারে স্টেকহোল্ডারদের ভূমিকা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে আভাস কর্তৃক আয়োজিত আভাস প্রশিক্ষণ কক্ষে নগরব্যাপী CWIS প্রক্রিয়া সম্প্রসারণের লক্ষ্যে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দাতা সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন-এর আর্থিক সহায়তায়, ফ্রেশওয়াটার অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া (FANSA) ও এসকেএস ফাউন্ডেশন-এর সহযোগিতায় “রাইজিং ফর রাইটস ফর স্ট্রেনদেনিং সিভিল সোসাইটি নেটওয়ার্ক ইন সাউথ এশিয়া টু অ্যাচিভ এসডিজি-৬” প্রকল্পের আওতায় প্রশিক্ষণটি আয়োজন করা হয়।

টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি-৬) বাস্তবায়নে সরকার ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করা এবং নাগরিক সমাজের সক্ষমতা শক্তিশালীকরণের লক্ষ্যে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর সহকারী পরিচালক বিপুল চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জনস্বাস্থ্য প্রকৌশলী নির্বাহী প্রকৌশলী ইমরান তরফদার এবং এসকেএস-এর প্রতিনিধি সাহা দীপক কুমার।

এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশনের সহকারী পরিচালক, বরিশাল সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. ফেরদৌস, বিসিসি’র পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুব আলী, বিসিসি’র ১০টি ওয়ার্ডের কমিউনিটি নারী লিডার, সাংবাদিক, যুব স্বেচ্ছাসেবক সংগঠনের প্রতিনিধি এবং FANSA বাংলাদেশ নেটওয়ার্কের বরিশাল জেলার সদস্য সংস্থা - সিডিএস, সেইন্ট বাংলাদেশ, এইড, সান এইড-এর প্রতিনিধিরা।

প্রশিক্ষণটি পরিচালনা করেন সঞ্জয় মুখার্জ্জী, সোশ্যাল ডেভেলপমেন্ট এক্সপার্ট, CWIS-FSM সাপোর্ট সেল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

ইএইচ