মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজান মাসের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে স্বাগত মিছিলটি নাগরপুর সরকারি কলেজ গেট থেকে শুরু করে নাগরপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইসলামি আন্দোলনের অফিস কার্যালয়ে এসে শেষ হয়।
স্বাগত মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আখিনুর মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো. বাবুল হোসেন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ নাগরপুর সভাপতি মাওলানা রফিকুল ইসলাম আমিনসহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ।
স্বাগত মিছিল শেষে বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় পানাহার বর্জন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, বেপর্দা বেহায়াপনা বন্ধ, পবিত্র সিয়াম সাধনার ব্রতী, দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
ইএইচ