নীলফামারীতে ৩৫১ সদস্য বিশিষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত সংগঠনের প্যাডে ছয় মাসের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
এতে আহ্বায়ক হিসেবে সৈয়দ মেহেদী হাসান আশিক ও সদস্য সচিব হিসেবে আলিফ সিদ্দিকী প্রান্তর নির্বাচিত হয়েছেন।
এছাড়া মুখ্য সংগঠক হিসেবে সাবাব তানজিম ও মুখপাত্র হিসেবে রাশেদুজ্জামান রাশেদ রয়েছেন এই কমিটিতে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে আলিফ সিদ্দিকী প্রান্তর জানান, কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে ১৫ জন এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে ১৫ জন রয়েছেন।
ইএইচ