দুমকিতে ‘স্বপ্ন’ সুপার শপের উদ্বোধন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৮:২৮ পিএম

পটুয়াখালীর দুমকিতে লেবুখালী পায়রা পয়েন্টে দেশের অন্যতম স্বপ্ন সুপার শপ ব্র্যান্ডের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার লেবুখালী ইউনিয়নের ইউনিভার্সিটি স্কয়ার (পাগলার মোড়) সংলগ্ন পায়রা পয়েন্টের নিচতলায় ফিতা ও কেক কেটে নতুন স্বপ্ন সুপার শপের উদ্বোধন করেন নিউ ভিশন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. তারিকুল ইসলাম মনির।

উদ্বোধনকালে তিনি বলেন, স্বপ্ন সুপার শপের যাত্রা শুরুর প্রধান লক্ষ্য হলো জনগণকে একই ছাদের নিচে সকল ধরনের সেরা পণ্যের সেবা প্রদান করা। মানুষ তার পছন্দ মতো পণ্য এখানে সুন্দর পরিবেশে কিনতে পারবে।

স্বপ্নের নতুন শপটি উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পণ্যের ওপর বিশেষ ছাড় দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ সময় ঢাকা বিআরটিএর হিসাব সহকারী মো. মিজানুর রহমান, মো. শফিকুল ইসলাম জাহিদসহ লেবুখালী পাগলার মোড় এলাকার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ক্রেতারা বলেন, লেবুখালীতে এই প্রথম সব ধরনের পণ্য একই ছাদের নিচে, এটা অভাবনীয় বিষয়। যারা এই সুপার শপ বাস্তবায়ন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রতিষ্ঠানটি যাতে আগামী দিনে সুন্দরভাবে চলে সেই দোয়া করি।

ইএইচ