রমজানকে স্বাগত জানিয়ে বরিশালে জামায়াতের আনন্দ মিছিল

বরিশাল ব্যুরো প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৯:০৭ পিএম

রমজানের পবিত্রতা রক্ষার দাবি এবং দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার নগরীর টাউন হল চত্বরে আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মো. বাবর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

তিনি বলেন, "আল্লাহ বিরোধী সকল কাজ থেকে দূরে থাকার জন্য রমজান এসেছে। মানুষের আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য আল্লাহর দেওয়া নিয়ম অনুসারে মাহে রমজান পালিত হয়, যা হাজার বছর ধরে প্রচলিত।"

তিনি আরও বলেন, "রমজান তাকওয়া অর্জনের মাস। কিন্তু কিছু অসাধু মুনাফাখোরদের কারণে বাজারে সিন্ডিকেট তৈরি হয়, ফলে দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে চলে যায়। আমরা চাই, মাহে রমজান যেন পবিত্রতার সঙ্গে পালন করা যায়। এজন্য সরকারের উচিত বাজার নিয়ন্ত্রণ করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের ব্যবস্থা করা।"

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার এবং বরিশাল মহানগরীর নায়েবে আমির মাহমুদ হোসাইন দুলাল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, হাফেজ মাওলানা আতিকুল্লাহ, তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা জয়নাল আবেদীন, শামীম কবির, জাফর ইকবাল, শফিউল্লাহ তালুকদার, মাহফুজুর রহমান আমিনসহ মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল এবং মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মো. বাবরের নেতৃত্বে টাউন হল চত্বর থেকে মিছিল শুরু হয়ে নগরীর সদর রোড, ফজলুল হক অ্যাভিনিউ, চকবাজার, বাজার রোড, জেলখানা মোড় প্রদক্ষিণ করে পুনরায় টাউন হলে এসে শেষ হয়।

ইএইচ