শরীয়তপুরের ৩০ গ্রামে রোজা আজ

শরীয়তপুর প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০১:৪২ পিএম

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগেুলোর সঙ্গে তাল মিলিয়ে আজ রোজা রেখেছেন শরীয়তপুরের প্রায় ৩০টি গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা। শত বছর ধরে বাংলাদেশের এক দিন আগেই তারাবির নামাজ পড়ে রোজা শুরু করেন তারা। এ বছরও ৩০ টি গ্রামের কয়েক হাজার মানুষ এক দিন আগেই পবিত্র রোজা পালন করছে বলে জানিয়েছে সুরেশ্বর দরবার শরীফ কর্তৃপক্ষ।

শনিবার (১ মার্চ) সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের প্রশাসনিক কর্মকর্তা (খাদেম) মুনসুর আলী মৃধা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা যায়, সারা দেশে সুরেশ্বর পাক দরবার শরীফের কয়েক লাখ ভক্ত ও অনুরাগী ১৯২৮ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করেন। এর মধ্যে শরীয়তপুরের সুরেশ্বর, কেদারপুর, পাপড়াইল, চাকধ্, চন্ডিপুরসহ ৩০ গ্রামের প্রায় ২৫ হাজার ধর্মপ্রাণ মুসল্লি মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র রোজা পালন করেন। রোজা রাখার উদ্দেশে মুসল্লিরা শুক্রবার রাতে তারাবির নামাজ পড়ে ভোর রাতে সাহরি খেয়েছেন। শনিবার থেকে তারা রোজা পালন শুরু করে আবার এক দিন আগেই পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন।

সুরেশ্বর দরবার শরীফের ভক্ত আশরাফ আলী বলেন, আমার বাবা ও দাদা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখতেন। আমরা বংশ পরম্পরায় এভাবেই ধর্ম পালন করি। আজ পবিত্র রমজানের প্রথম দিন। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতারের মধ্য দিয়ে প্রথম রোজা শেষ করব।

সুরেশ্বর দরবার শরীফের প্রশাসনিক কর্মকর্তা মুনসুর আলী মৃধা বলেন, সুরেশ্বর দরবার শরীফে পবিত্র রমজান উপলক্ষ্যে তারাবির নামাজের দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত ৮টায় অনুষ্ঠিত প্রথম জামাতের ইমামতি করেন মাওলানা জুলহাস উদ্দিন ও সোয়া ৮টায় দ্বিতীয় জামাতের ইমামতি করেন হাফেজ আব্দুল কাদির। পৃথিবীতে চাঁদ একটাই। সুতরাং পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলেই আমরা তারাবি, রোজা ও ঈদ পালন করি। সুরেশ্বরসহ জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রায় ৩০টি গ্রামের ২৫ হাজার মুসল্লি পবিত্র রোজা পালন করছেন । সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান তিনি

বিআরইউ