বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৮ জন শহীদ পরিবারের সদস্যদেরকে মাহে রমজানের ইফতার সামগ্রী ক্রয় করার জন্য প্রতিটি পরিবারে নগদ ৬ হাজার টাকা করে মোট ৪৮ হাজার টাকা প্রদান করা হয়েছে।
নগদ টাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. ফজলুর রহমান সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের মজলিসে শুরার অন্যতম সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান।
আরও উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমীর ডা. মো. সুজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আবু সুফিয়ান (মুক্তার) ও সহকারী সেক্রেটারি মো. আবু রায়হান, পৌর আমীর আবুল বাশারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ইএইচ