বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায় ৫ হাজার বিঘা ফসলি জমির পানি ওঠানামা করানোর জন্য নির্মাণাধীন স্লুইচগেট নির্মাণ কাজ বন্ধের প্রতিবাদে কৃষকরা বিক্ষোভ করলে তৎক্ষণাৎ গেটটির নির্মাণ কাজ পুনরায় শুরু করার নির্দেশ দেন কর্তৃপক্ষ।
শনিবার বেলা ১১টার দিকে ফাশিয়াতলা খালে নির্মাণাধীন স্লুইচগেট এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খবর পেয়ে সন্ন্যাসী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তালেবুল্লাহ শিকদার, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছান।
জানা গেছে, ফাশিয়াতলা গ্রামের সাবেক পুলিশ সদস্য আশরাফ আলী মোল্লার দায়ের করা এক অভিযোগের পরিপ্রেক্ষিতে স্লুইচগেটটির নির্মাণ কাজ বন্ধ হয়ে গেলে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষুব্ধ কৃষকদের চাপের মুখে অভিযোগকারী আশরাফ আলী কৃষকদের কাছে ক্ষমা প্রার্থনা করে অভিযোগ প্রত্যাহার করে নেন।
এর পরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা শনিবার থেকে স্লুইচগেট নির্মাণ কাজ পুনরায় শুরু করেন।
স্লুইচগেটটি নির্মাণ কাজ শেষ হলে ফাশিয়াতলা, মধ্য বরিশাল ও পূর্ব আমতলীসহ ৮ গ্রামের কমপক্ষে ৫ হাজার বিঘা ফসলি জমিতে স্বাভাবিক আবাদ কার্যক্রম শুরু করতে পারবেন স্থানীয় কৃষকরা।
ইএইচ