গুরুদাসপুরে হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৫:৪৪ পিএম

গুরুদাসপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র চাঁচকৈড় হাটে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে গুরুদাসপুর থানা পুলিশের সহযোগিতায় বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা প্রদর্শন, ভেজাল প্রতিরোধ, মূল্য নিয়ন্ত্রণ এবং বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়। একই সঙ্গে অনিয়মের দায়ে কয়েকটি দোকানকে জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম জানান, রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ