অভয়নগরে ভালো কাজের উদ্যোগ সংগঠনের মতবিনিময়

অভয়নগর (যশোর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৬:৪৮ পিএম

যশোরের অভয়নগরে সামাজিক সংগঠন "ভালো কাজের উদ্যোগ"-এর আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার নওয়াপাড়া গরুহাট সংলগ্ন কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পবিত্র মাহে রমজানে গরীব, দুঃখী এবং অসহায় মানুষের কল্যাণে কি কি উদ্যোগ গ্রহণ করা যায়, সে বিষয়ে আলোচনা করা হয়।

সংগঠনের উপদেষ্টা শাহ্ জাহান খলিফার সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা শেখ জাফর আহম্মেদ, মাসুদ সরদার, শেখ আব্দুর রাজ্জাক, জহির উদ্দিন মোল্যা, এম আক্তারুজ্জামান, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মনিরুল হক, শাহিন আলম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, যুগ্ম সচিব আব্দুর রশিদ, যোবায়ের হোসেন মুন্সী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জুলহাস, সহ-সভাপতি হাসান আলী সরদার, কোষাধ্যক্ষ আবু মুসা সরকার, রিপন খান, মনিরুজ্জামান লাভলু, সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কালাম, যুগ্ম সম্পাদক ইসমাঈল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. জসিম শেখসহ অন্যান্যরা।

উল্লেখ্য, সম্প্রতি "ভালো কাজের খাবার" নামক সংগঠনটি নাম পরিবর্তন করে "ভালো কাজের উদ্যোগ" হিসেবে পুনঃনামকরণ করা হয়েছে।

ইএইচ