রাজারহাটে যৌথবাহিনীর অভিযানে ২ মাদক কারবারি আটক

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০২:১৯ পিএম

কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রায় ১কেজি গাঁজা ও ১৫ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (১ মার্চ) দিবাগত রাত সাড়ে তিন ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে যৌথ অভিযানে নিজ বাড়ীতে থেকে গাঁজা ও ইয়াবাসহ আটক হয়েছে গনি মিয়া (৩৪) ও শরিফুল ইসলাম (৩২)।

রাজারহাট থানা অফিসার ইনচার্জ(ওসি)বলেন মো: তসলিম উদ্দিন বলেন, যৌথবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক হয়েছে।

তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা রুজু হয়েছে এবং রোববার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিআরইউ