মাগুরায় ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০৪:১৯ পিএম

তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে’—প্রতিপাদ্যে আজ রোববার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উদযাপন করেছে মাগুরা জেলা প্রশাসন।

আজ (২ মার্চ) ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস মাগুরার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা প্রশাসক, মো. অহিদুল ইসলাম।

আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন যে, ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরে সকলকে যথাসময়ে ভোটার হিসেবে নিবন্ধিত করা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সকলকে তৎপর থাকার নির্দেশনা প্রদান করেন।  

বিআরইউ