স্ত্রীকে হত্যা করে দেড় যুগ পর গ্রেপ্তার স্বামী

আল-আমিন, নীলফামারী: প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০৫:৪০ পিএম

নীলফামারীতে দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে গোপনে দাফন করে পালিয়ে গিয়েও রক্ষা পায়নি স্বামী আবুল কাশেম । পালিয়ে দীর্ঘ দেড় যুগ দেশের বিভিন্ন প্রান্তে কাটিয়ে দিলেও অবশেষে পুলিশের হাতে গ্রেফতার।

পতকাল শনিবার গভীর রাতে র‌্যাবের সহায়তা নিয়ে আবুল কাশেমকে গাজীপুর থেকে গ্রেফতার করে নীলফামারী সদর থানা পুলিশ।

জানা যায়, নীলফামারী সদরের বাড়াইপাড়া এলাকায় মোসাম্মদ বেগম খাতুনকে হত্যা করে গোপনে দাফন করে পালিয়ে যায় তার স্বামী আবুল কাশেম। ঘটনাটি ঘটে ২০০৭ সালের ১৮আগস্ট। পরে নিহত বেগম খাতুনের বড় ভাই ইয়াসিন আলী থানায় মামলা করে। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আবুল কাশেমকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। সেই থেকে পলাতক ছিলেন আবুল কাশেম।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ বলেন, আবুল কাশেম ২০০৭সালে তার দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে একাই গোপনে দাফন করেন। পরে ঘটনা জানাজানি হলে আবুল কাশেম পালিয়ে যায়। সেই থেকে তাকে খুঁজে পাওয়া যায় নি।

আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যু দন্ড প্রদান করা হয়। শনিবার রাতে র‌্যাবের সহায়তায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিআরইউ