পবিত্র রমজান মাস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক `আমার দেশ` পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল আলিম অভি, এবং উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। চাহিদা বেশি থাকায় অল্প সময়ের মধ্যে সমস্ত পণ্য বিক্রি হয়ে গেছে।
প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, রমজান মাসজুড়ে এই কর্মসূচি চলতে থাকবে, যাতে সাধারণ জনগণ ন্যায্যমূল্যে পুষ্টিকর খাদ্য পেতে পারেন।
ইএইচ