গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিদ্যালয়ের মাঠে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হকের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক মো. মুনির হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি ডা. তামান্না তাসনীম।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক মো. সামসুল হক, সোলাইমান, মো. রিজিয়া আক্তার, মো. কুলসুম বেগম, মো. নুরুল ইসলাম ফরিদ, এবং বাবু সুশিল বর্মন প্রমুখ।
ইএইচ