মিঠামইন হাওরে ৯০ লাখ টাকার মাছ লুট

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৩:৪০ পিএম

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাটকাল ইউনিয়নের জলনোয়াগাঁও ও জলকাটখালের বড় গোফ ও ছোট গোফ নামক জলমহলে প্রায় ৯০ লাখ টাকার মাছ লুট হয়েছে।

এ ঘটনায় জলমহলের মালিক বিপ্লব মিয়া মিঠামইন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিপ্লব মিয়ার অভিযোগে জানা যায়, শনিবার সকাল ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত মিঠামইন, অষ্টগ্রাম, বানিয়াচংসহ বিভিন্ন উপজেলার হাজার হাজার মাছ শিকারী দল জলমহলে প্রবেশ করে অবৈধ পল, কারেন্ট জাল ও চায়না জাল দিয়ে জলমহলে থাকা বোয়াল, আইর, পাবদা, রুই, কাতলা, চিংড়ি, গোলাসসহ বিভিন্ন প্রজাতির মাছ লুটপাট করে নিয়ে যায়।

মিঠামইন থানার অফিসার ইনচার্জ বিষয়টি সম্পর্কে জানান, “অভিযোগ পেয়েছি এবং তদন্ত চলছে।”

ইএইচ