রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীর সাদ্দামের বাড়ির ভাড়াটিয়া প্রিয়াংকা (২৫) নামের এক যৌনকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রিয়াংকার মরদেহ ময়নাতদন্ত হয়। প্রিয়াংকার জন্ম দৌলতদিয়া যৌনপল্লীতে। তার মা যৌনকর্মী সেলিনা দৌলতদিয়া যৌনপল্লীর তপনের বাড়ির ভাড়াটিয়া ছিল। বর্তমানে গৌরআলী ওরফে শেফালীর বাড়িতে তার আরও ২ মেয়ে পিংকি ও বৈশাখীকে নিয়ে ভাড়া থাকেন।
প্রিয়াংকার পরিবারের সদস্যরা জানান, প্রিয়াংকার চেহারা সুন্দর হওয়ায় সে যৌনপল্লীতে নৃত্য পরিবেশন করতো। এ সময় একাধিক তরুণ ছেলেদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। সাইদুল নামে এক মাদক ব্যবসায়ীর সঙ্গে প্রিয়াংকা মাদক সেবন করে রবিবার রাতে। প্রিয়াংকাকে একাধিক যুবক ভালোবাসার প্রলোভন দেখিয়ে ভেজাল মদ পান করান। অত্যধিক ভেজাল মদ পান করার কারণে প্রিয়াংকা অসুস্থ হয়ে পড়লে রবিবার বিকেলে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় প্রিয়াংকাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। ফরিদপুর হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় প্রিয়াংকার মৃত্যু হয়।
গোয়ালন্দ ঘাট থানার ডিউটি অফিসার মো. বিল্লাল হোসেন সোমবার বলেন, এ ব্যাপারে কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
আরএস