ফেনীতে জামায়াতের ‘ক্রয় মূল্যে বিক্রয়’ কর্মসূচির উদ্বোধন

ফেনী প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০৫:৩০ পিএম

ফেনীতে রমজানে রোজাদারের কষ্ট লাঘব করার লক্ষ্যে মাসব্যাপী ‘ক্রয় মূল্যে বিক্রয়’ কর্মসূচির চালু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শহর জামায়াতের উদ্যোগে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা জামায়াতের আমীর মাওলানা মুফতি আবদুল হান্নান।

চলতি রমজানে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে জেলা জামায়াত আমির মুফতি আবদুল হান্নান বলেন, রমজান মাস আসলেই কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভেজালের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়ে। এতে রোজাদারদের কষ্ট বহু গুণ বৃদ্ধি পায়। তাই আমরা রোজাদারদের কষ্টের কথা বিবেচনা করে শহরের গুরুত্বপূর্ণ সকল পয়েন্টে ভ্রাম্যমাণ দোকানে ‘ক্রয় মূল্যে বিক্রয়’ চালু করেছি।

তিনি আরও বলেন, আমরা সংগঠন থেকে ভর্তুকি দিয়ে ভেজালমুক্ত ও ন্যায্যমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য আপনাদের হাতের নাগালে নিয়ে এসেছি, যেন আপনারা পবিত্র রমজানে কিছুটা হলেও স্বস্তি ফিরে পান।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জামায়াতের শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম।

এ সময় শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, ৯নং ওয়ার্ড আমীর হাফেজ নজরুল ইসলাম ও ১৭নং ওয়ার্ড আমীর রুহুল আমিনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিআরইউ