রাঙামাটির চন্দ্রঘোনা - রাজস্থলী সড়কে পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার দুই নং গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ( ঢাকা মেট্রো ট ১৫ -২৪০০) ট্রাকটি রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কের কাজে ব্যবহার করার জন্য চট্টগ্রাম থেকে পাথর নিয়ে আসছিলো। পাথর নিয়ে ট্রাকটি উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পাড়ায় এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে ট্রাকটি রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। রিপোর্ট লিখা পর্যন্ত ট্রাক টি উদ্ধার করা হয়নি।
বিষয়টি সম্পর্কে রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, একটি ট্রাক দুর্ঘটনা ঘটেছে বলে শুনেছি, তবে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএস