চৌগাছায় ইট ভাটা মালিক সমিতির বিক্ষোভ সমাবেশ, স্মারকলিপি প্রদান

এম এ মান্নান, চৌগাছা (যশোর) প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০৮:১৪ পিএম

যশোরের চৌগাছায় ইটভাটায় মোবাইল কোট,জরিমানা ও ভাঙচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ, সমাবেশ স্মারকলিপি  প্রদান  করেছে বাংলাদেশ চৌগাছা ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দ। 

ইটভাটায় মোবাইল কোট,জরিমানা ও ভাঙচুর বন্ধের দাবিতে বিক্ষোভ, সমাবেশ স্মারকলিপি  প্রদান  করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দ। সমাবেশ শেষে  দাবি বাস্তবায়ন প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা,পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন । 

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১১.০০ টায়  শহরের প্রেসক্লাব মোড়ে এ সমাবেশ করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির  সভাপতি তৌহিদ দেওয়ান। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির  সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল।

উপজেলা  ইট প্রস্তুতকারী মালিক সমিতির  সদস্য  ও সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইট প্রস্তুতকারী মালিক সমিতির সদস্য শফি মল্লিক, এস এম সাইফুর রহমান বাবুল সহ প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, আমাদের  ইটের ভাটায় এই অভিযান  অব্যাহত থাকলে অনির্দিষ্ট কালের জন্য চৌগাছার সকল  ইট ভাটা বন্ধ করে দেওয়া হবে। 

ইট ভাটায় মোবাইল কোট,জরিমানা ও ভাঙচুর বন্ধের দাবিতে বিক্ষোভ, সমাবেশ স্মারকলিপি  সহ  সকল দাবি বাস্তবায়নের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম স্মারকলিপি জমার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরএস