মধুপুরে ভ্রাম্যমাণ আদালতে দেড় লাখ টাকা জরিমানা

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ১০:৩৮ পিএম

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মধুপুর সাপ্তাহিক হাট, গোলাবাড়ী ইউনিয়নের নেকিবাড়ি এবং পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের টেংরী এলাকায় সালাম ফুড প্রোডাক্টসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।

অভিযান পরিচালনার সময় মধুপুর হাটে ত্রুটিপূর্ণ দাঁড়িপাল্লার মাধ্যমে পণ্য বিক্রির অপরাধে দুইজনকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে অর্থদণ্ড প্রদান করা হয়।

এরপর, উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের নেকিবাড়ি এলাকায় আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বনফুল লাচ্ছা সেমাইয়ের মোড়ক ও লোগো নকল করে লাচ্ছা সেমাই উৎপাদন এবং বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করার অপরাধে একজনকে দণ্ড দেয়া হয়।

এছাড়া, টেংরী এলাকায় বিএসটিআইয়ের সিলযুক্ত চানাচুরের মোড়কে কটকটি, ডাবলি, মনাক্কা ও খুরমা বিক্রি এবং ১ কেজির প্যাকেটে ৮০০ গ্রাম পণ্য দেওয়ার অপরাধে আরও একজনকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি মামলায় মোট ১ লাখ ৫৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

প্রসিকিউশন প্রদান করেন বিএসটিআই গাজীপুরের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী অর্ণব চক্রবর্তী এবং পরিদর্শক (মেট্রোলজি) শিখন সাহা।

দিনব্যাপী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করে মধুপুর সেনা ক্যাম্পের একটি চৌকস সেনা দল।

পবিত্র রমজান মাসজুড়ে এ অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

ইএইচ