রমজানে ১০ টাকায় দুধ বিক্রি করছে জেসি অ্যাগ্রো ফার্ম

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০২:৪৬ পিএম

প্রতিবছরের মতো এবারও রমজান মাসজুড়ে মাত্র ১০ টাকা লিটার দরে দুধ বিক্রি করছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রৌহা গ্রামের জেসি অ্যাগ্রো ফার্ম।

বিশিষ্ট ব্যবসায়ী ও খামারের প্রতিষ্ঠাতা আলহাজ মো. এরশাদ উদ্দিন তার খামারের উৎপাদিত দুধ নিম্নবিত্ত ও সাধারণ মানুষের জন্য এ বিশেষ মূল্যে সরবরাহ করছেন।

রমজানের ৩০ দিনে তার খামার থেকে প্রায় দুই টন দুধ বিতরণ করা হবে।

চার বছর আগে প্রতিষ্ঠিত জেসি অ্যাগ্রো ফার্মে বর্তমানে তিন শতাধিক গরু রয়েছে, যার মধ্যে ২০টি গাভী প্রতিদিন গড়ে ৭০-৭৫ লিটার দুধ দিচ্ছে। এই দুধ তিনি ১০ টাকা লিটার দরে বিক্রি করছেন, যেখানে বাজারমূল্য ১০০-১২০ টাকা। প্রতিদিন ৭০ জন ক্রেতা সর্বোচ্চ এক লিটার করে দুধ সংগ্রহ করতে পারবেন। আর কেউ যদি ১০ টাকা দিতেও অপারগ হয়, তাদের জন্য বিনামূল্যে দুধ সরবরাহ করা হয়।

জেসি অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপক হোসেন মোহাম্মদ রিয়াদ জানান, ‘গত চার বছর ধরে রমজান মাসে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি। প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত ১০ টাকা লিটার দরে দুধ বিক্রি করা হয়। দুধের বাজারদর যেখানে অনেক বেশি, সেখানে আমরা নিম্নবিত্ত মানুষের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছি।’

জেসি অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান এরশাদ উদ্দিন বলেন, ‘রমজানে দুধের চাহিদা বাড়ে, কিন্তু অনেক মানুষ উচ্চমূল্যের কারণে তা কিনতে পারে না। তাই সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য আমি প্রতি রমজানে ১০ টাকা দরে দুধ বিক্রির উদ্যোগ নিয়ে থাকি। যতদিন সম্ভব, এ কার্যক্রম চালিয়ে যাব।’

রমজানের শেষ দিন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খামার কর্তৃপক্ষ।

ইএইচ