অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৫:৩১ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়নবাসীর আয়োজনে এ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন উপজেলার সকল উন্নয়ন সংগঠন।

বাংলাদেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগরের সুন্দরবন লাগোয়া ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নটি একটি প্রসিদ্ধ জনপদ। এখানে প্রায় ৩৫ হাজার মানুষের বসবাস, যারা নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন। এই এলাকার বাঁধগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে এবং নদী ভাঙন একটি গুরুত্বপূর্ণ সমস্যা। শ্যামনগরের বাগদা ও কাঁকড়া শিল্প পৃথিবীজুড়ে বিখ্যাত।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম বলেন, "আমরা বুড়িগোয়ালিনী ইউনিয়নবাসী নানা প্রতিকূলতার মধ্য দিয়েও উন্নতির জন্য চেষ্টা করছি। কিন্তু শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের জাইকা প্রকল্পের কার্যক্রমে অনিয়ম দেখা যাচ্ছে। বিশেষ করে কাজের পরিকল্পনা, বাজেট এবং সময়সূচি সম্পর্কে কোনো স্বচ্ছতা নেই।"

তিনি আরও বলেন, "প্রকল্পের মালামাল তৈরির মাঠে জোরপূর্বক দখল নেওয়া হচ্ছে এবং মৎস্য ঘের মালিককে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না।"

মানববন্ধন শেষে, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রণী খাতুনের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এলাকাবাসী বলেন, "শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের চলমান কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি ও বিলম্বের বিরুদ্ধে সুদৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি।"

ইএইচ