বরিশাল জেলার গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া ভুয়া চেক দিয়ে প্রতারণা করার অভিযোগে তাকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
বুধবার (৫ ফেব্রুয়ারি) এ রায় দেন বরিশালের প্রথম যুগ্ম দায়রা জজ মো. শিবলী নোমান খান।
দণ্ডিত আয়া আছমা খানম গৌরনদী উপজেলার বিল্বগ্রামের মৃত সেকান্দার সরদারের স্ত্রী। তিনি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া পদে কর্মরত রয়েছেন। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, প্রতিবেশী পারুল বেগমের পাওনা পাঁচ লাখ টাকা পরিশোধের জন্য আছমা খানম ২০২৩ সালের ১৭ অক্টোবর সোনালী ব্যাংকের অনুকূলে একটি চেক দেন। ওই চেক নগদায়নের জন্য ব্যাংকে জমা দিলে টাকা না থাকায় প্রত্যাখ্যাত হয়।
পরে ৭ নভেম্বর আইনি নোটিশ দেওয়া হয়। নোটিশের কোনো জবাব না দেয়ায় ২০২৩ সালের ২৬ ডিসেম্বর আদালতে মামলা হয়। পাঁচজনের স্বাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন বিচারক।
আরএস