কালিয়াকৈরে বিএনপির পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণের প্রস্তুতি চলছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৮:৩৪ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গাজীপুরের কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদের উদ্যোগে প্রায় ২০ হাজার হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের প্রস্তুতি চলছে। প্রস্তুতি সম্পন্ন হলে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হবে।

উপজেলার বোর্ডমিল এলাকায় সাইজুদ্দিন আহমেদের নিজ বাসভবনে নেতাকর্মীরা ঈদ সামগ্রীর প্যাকেট তৈরির কাজে ব্যস্ত ছিলেন।

নেতাকর্মীরা জানান, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় প্রতিটি জেলা ও উপজেলায় হতদরিদ্রদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

এই কর্মসূচির অংশ হিসেবে চাল, ডাল, চিনি, দুধ, সেমাই, লুঙ্গি, শাড়ি ও অন্যান্য খাদ্য সামগ্রীসহ ঈদ উপহার সামগ্রী বিতরণের প্যাকেট প্রস্তুত করা হচ্ছে। প্যাকেট প্রস্তুতির কাজ শেষ হলেই অসহায় ও দরিদ্রদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হবে।

কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ বলেন, “প্রাথমিকভাবে ২০ হাজার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হবে। পরবর্তী ধাপে আরও কয়েক হাজার মানুষের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় হতদরিদ্রদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।”

ইএইচ