সন্দ্বীপ উপজেলার পশ্চিম বাউরিয়া ২নং ওয়ার্ডের মাস্টার পাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসীর সহযোগিতায় এক ডাকাতকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তির নাম মো. রুবেল সে উপজেলার ৬নং কালাপানিয়া ইউনিয়নের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, রুবেল ও তার সহযোগীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয়রা তাদের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করেন। রুবেলকে অস্ত্রসহ আটক করা হলেও তার দুই সহযোগী—কালা পাহাড়ের বাড়ির (বানির হাট সংলগ্ন) রুবেল ও সন্দ্বীপ মডেল মসজিদের পাশের বাড়ির সোহেল রানা—পালিয়ে যায়।
আটকের পর উত্তেজিত জনতা রুবেলকে গণপিটুনি দেয় এবং পরে পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, রুবেলের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। পলাতকদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
সন্দ্বীপ থানা সূত্রে জানা যায়, আটক রুবেলের কাছ থেকে একটি একনলা বন্দুক ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
সন্দ্বীপ থানার ওসি সফিকুল আলম চৌধুরী বলেন, "ডাকাতির বিষয়ে গত রাত ২টা ৪০ মিনিটে এলাকাবাসী ফোন দিলে পুলিশ পাঠিয়ে ডাকাতকে আটক করা সম্ভব হয়। আটক রুবেল চুরি, ডাকাতি, ছিনতাইসহ চট্টগ্রামের হাটহাজারী, সীতাকুণ্ড, চন্দনাইশ, সাতকানিয়া, জোরারগঞ্জ, মিরসরাই, সন্দ্বীপ থানাসহ মোট ১৩টি মামলার আসামি। তাকে আদালতে সোপর্দ করা হবে।"
ইএইচ