শরীয়তপুরের গোসাইরহাটে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে জমি দখলের চেষ্টা করেছে অভিযুক্তরা। এ সময় হামলায় নাড়ীসহ চারজন আহত হয়েছেন।
ভুক্তভোগী এসকান্দার চৌধুরী বাদী হয়ে পাঁচজনের নামসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে গোসাইরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন গোসাইরহাট পৌরসভার দাশের জঙ্গল এলাকার মৃত শিকিম আলি চৌধুরীর ছেলে শাহ আলম চৌধুরী (৫০), মোশাররফ চৌধুরী (৪৫), রাকিব চৌধুরী (৩০), রমজান চৌধুরী (৩৫), আসমা বেগম এবং ইদিলপুর এলাকার মোস্তফা বেপারী।
বুধবার সকাল ১০টার দিকে গোসাইরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মহেশ্বরপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গোসাইরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ৩৮ নম্বর মহেশ্বরপট্টি মৌজার বি আর এস ৬৫৭-১০৭৫, ১০৭৬ দাগের ২৭ শতাংশ জমি নিয়ে এসকান্দার চৌধুরী এবং শাহ আলম চৌধুরীর মধ্যে বিরোধ চলছিল। এর আগে গত ২২ ফেব্রুয়ারি, শাহ আলম চৌধুরী লোকজন নিয়ে জোরপূর্বক ওই জমিতে একটি ঘর নির্মাণের চেষ্টা করেছিলেন। এর পর, স্থানীয়ভাবে একাধিকবার মিমাংসা চেষ্টা হলেও তা সফল হয়নি এবং জমি নিয়ে আদালতে ১৪৪/৪৫ আদেশ জারি করা হয়। এরপরও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শাহ আলম চৌধুরী এবং তার লোকজন জমি দখল করতে বারবার চেষ্টা করে। গতকাল সকালে, দেশীয় অস্ত্রসহ লোকজন নিয়ে শাহ আলম চৌধুরী এসকান্দার চৌধুরীর বাড়িতে হামলা চালায়। এই ঘটনায় ১টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। এসময় বাড়িতে থাকা নাড়ীসহ চারজন আহত হন।
ভুক্তভোগী লামিয়া আক্তার বলেন, "বাচ্চাকে নিয়ে ঘরের ভেতর ছিলাম। হঠাৎ ২০-৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। ঘর থেকে সবকিছু নিয়ে গেছে। আমার শরীরে ইটের আঘাত লেগেছে। ওরা লাঠিসোঁটা ও মরিচের গুঁড়ো এনে আমাদের উপর হামলা চালায়। আমি এর ন্যায় বিচার চাই।"
ভুক্তভোগী ইলিয়াস চৌধুরী বলেন, "ঘরের ভেতর ও বাইরে দুই জায়গাতেই ভাঙচুর করা হয়েছে। ভেতরে ঢুকে স্বর্ণ, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। উল্টো আমাদেরকেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ওরা জোরপূর্বক আমাদের জমি একাই দখল করতে চায়। আমরা বাধা দিলে আমাদের মেরে ফেলার হুমকি ধামকি দেয়। আসমা চৌধুরী শরীয়তপুর কোর্টে চাকরি করে, সেই কারণে আমাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয় সবসময়। আমরা এর উপযুক্ত বিচার চাই।"
অভিযোগের বাদী এসকান্দার চৌধুরী বলেন, "দীর্ঘদিন ধরে শাহ আলম চৌধুরীর সাথে আমাদের জমি নিয়ে বিরোধ চলছে। তারা আমাদের জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করার চেষ্টা করেছে। আমি আদালতে মামলা দায়ের করলে আদালত ওই জমিতে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু শাহ আলম চৌধুরী আদালতের নির্দেশ না মেনে জমি দখল করতে আসলে আমরা বাধা দেই, তখন তার লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায়। আমার পরিবারের লোকজনকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে আমাদের জমি জোরপূর্বক দখল করতে চায়। তারা পূর্বেই প্রস্তুতি নিয়ে আসছিল, হঠাৎ এমন হামলা চালাবে, কেউ বুঝে উঠতে পারিনি। আমি ৯৯৯ ফোন দিলে পরে পুলিশ আসলে হামলাকারীরা চলে যায়। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।"
এ বিষয়ে জানতে অভিযুক্তদের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, "জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।"
ইএইচ